সংবাদ শিরোনাম
Home / চাঁদপুর / মায়ের হাত ফসকে সিএনজি থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু
মায়ের হাত ফসকে সিএনজি থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু

মায়ের হাত ফসকে সিএনজি থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু

চাঁদপুর পুরানবাজার রয়েজ রোডে চলন্ত সিএনজি থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় মায়ের হাত থেকে পড়ে ১৪ দিন বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শিশুটির মা রশিদা বেগম জানায়, তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বাসারা গ্রামে। তার স্বামী ইব্রাহিম দরবেশ একজন রিক্সা চালক। ১৪ দিন আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার এ পুত্র সন্তানটি সিজারে জন্মলাভ করে।

শিশু সন্তানটির কোনো নাম রাখা হয়নি। বৃহস্পতিবার সকালে রশিদা বেগম বাসারা গ্রাম থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজি করে চাঁদপুরে রওয়ানা দেন। সিএনজিটি পুরানবাজার ডিগ্রি কলেজের প্রবেশ মুখের সম্মুখে আসলে রাস্তার গর্তে পড়ে ঝাঁকি দেয়, এতেই শিশুটি দুর্ভগা মায়ের হাত থেকৈ ফসকে রাস্তায় পড়ে যায়।

ওই সময় পিছন দিক থেকে আসা অন্য আরেকটি চলন্ত সিএনজি চাকার আঘাতে শিশুটির মাথা থেতলে যায়।

শিশুটিকে তৎক্ষণাৎ চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]

: আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ১৪ জুলাই ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply