মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম খলিল (১০)। সড়কের বিপরীত পাশ থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
১৩ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা চাপাতলি সড়কের সন্না গ্রামের কানির বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে । ইব্রাহিম খলিল মধ্য সন্না খান বাড়ির মাওলানা ইলিয়াস খাঁর সন্তান।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সফিকুর রহমান জানান, শিশুটি স্থানীয় ফুলছোঁয়া মাদ্রাসার ছাত্র। সন্ধ্যার কিছু আগে শিশুটিকে তার মা মাদ্রাসায় দিয়ে আসার জন্য নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে এসে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সড়কের বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা শিশুটির ওপর দিয়ে উঠিয়ে দেয়। এ সময় অটোরিকশার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
শিশুটিকে উদ্ধারকারী আরেক প্রত্যক্ষদর্শী ইউনুস মোল্লা জানান, ঘাতক অটোরিকশার মধ্যে থাকা যাত্রীরা জানিয়েছে চালক মোবাইলে কথা বলতে গিয়ে গাড়িটিকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে সড়কের বিপরীত পাশে মায়ের পাশে দাঁড়ানো শিশুটিকে চাপা দেয়।
অটোরিকশা চালক মধ্য সন্না মিজি বাড়ির ইউনুস মিজি (৫০)। এদিকে ঘটনার পর থেকে তিনি পালাতক। তবে অটোরিকশাটি স্থানীয়রা আটক করেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি নিয়ে আসার জন্য লোক পাঠানো হয়েছে।’
হাজীগঞ্জ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur