মতলব উত্তর

খেলাধুলার অভাবে দেশের যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে: মায়া চৌধুরী

চাঁদপুর মতলবে উত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) ২০১৮ এর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ সেপেটম্বর) বিকেলে মায়া বীর বিক্রম(প্রস্তাবিত) স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

পুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ত্রমপি বলেন, ‘খেলাধুলার অভাবে এদেশে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের যুব সমাজের বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তাই খেলাধুলার চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ফাইনাল খেলায় ছেংগারচর পৌরসভা ২-০ গোলে ফরাজীকান্দি ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ছেংগারচর পৌরসভা ফুটবল দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ত্রমপি।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অসামান্য ও গৌরবময় অবদান রেখেছে। সাফল্যও এসেছে অনেক। তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের মতো মাধ্যমিক স্কুলের অনুধর্ব ১৭ বছরের বয়সি কিশোরদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করেছে। যা প্রশংসার দাবীদার। যা ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবে। বাংলাদেশের ফুটব আরো অনেকদূর এগিয়ে যাবে। এ টুর্ণামেন্ট থেকে গ্রামীণ প্রতিভাবান ফুটবলাররা জাতীয় পর্যায় পোঁছার গৌরব অর্জন করবে। ফুটবল সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা রাখবে এই ধরনের টুর্নামেন্ট।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ টুর্ণামেন্টের আয়োজন করায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরও বেশি করে এই সব খেলাধুলার আয়োজন করে তবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।’

ত্রান মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন কীভাবে করতে প্রধান মন্ত্রী জানেন। সারাদেশের উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাইয়ের জন্ম হয়। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। তারা জনগণের টাকা, এতিমখানার টাকা চুরি করে খায়।’ সর্বশেষ তিনি উপস্থিত সকলকে উন্নয়নের ধারাবাহিকতায় জনগণকে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়া আহবান জানান।’

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ত্রমপি। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ ও ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি)শুভাশিষ ঘোষ, মতলব উত্তর থানার ওসি মোঃ কবির হোসেন, উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যান সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী বাবুর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তমিজ উদ্দিন আহমদ, উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ শহীদ উল্যাহ প্রধান, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, একেএম শরীফ উল্লাহ সরকার,লোকমান আহম্মেদ মুন্সি ও মনজুর মোর্শেদ স্বপন, আলী আক্কাস বাদল, আঃ ছোবান সরকার সুভা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুজ্জামান ডলার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া, মোঃ অলিউল্যাহ, আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, যুবলীগ নেতা কাজী মিজানুর রহমান, হাসান মোর্শেদ আহার চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, পৌর আ’লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, আঃ মালেক খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানজিদ সরকার রিয়াদ ও রহমত উল্লা সরকার লিখন, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর প্যানেল মেয়র আলহাজ¦ রুহুল আমিন মোল্লা, পৌর কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, আঃ সালাম খান, মোঃ বোরহান উদ্দিন প্রধান, আল-আমিন সরকার, শাহাদাত হোসেন ঢালী খোকন, জহিরুল হক ঢালী,মহিলা কাউন্সিলর শিউলী বেগম, মিল্লাতুন নেসা মিলি, সাদুল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসফ মিয়া,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহাবুব আলম বাবু, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম প্রধান, ছেংগারচর পৌর যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান বেপারী, উপজেলা নৌযান শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহিন চৌধুরীে, সাধারণ সম্পাদক মোঃ ওলিউল্লাহ অলি, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকারসহ ’সহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সূধীজন। এদিকে বুধবারের অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় পুরো সময় খেলাটি উপভোগ করেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ত্রমপি। পুরো খেলার ধারাবিবরনীতে ছিলেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন খান।

খেলা চলাকালীন সময়ে পুরো মাঠের চারপাশে ক্রীড়া প্রেমী দর্শকের ঢল দেখা যায়। চ্যাম্পিয়ান ছেংগারচর পৌরসভা দলের ম্যানেজার ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম আর রার্নাসআপ ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার ছিলেন,সহকারী শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক।

খেলার রেফারীর দায়িত্ব পালন করেন- মো. জাহাঙ্গীর আলম, সহকারী রেফারী ছিলেন- ইউসুফ আলী ও মো. মনির হোসেন। খেলা শুরু হওয়ার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করেন ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।

আর পুরো টুর্নামেন্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়ে টুর্নামেন্টে সহযোগিতা করেছে।

প্রতিবেদক:কামাল হোসেন খান

Share