স্টাফ করেসপন্ডেন্ট :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন কর্তৃত্ববলে মন্ত্রী ও এমপিপদে বহাল রয়েছেন তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
মঙ্গলবার সকালে রেজিস্ট্রিযোগে এই নোটিশটি পাঠান অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় মায়াকে হাইকোর্টের খালাসের রায় বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ২৪ জুন প্রকাশ করা হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই মায়ার মন্ত্রীত্ব ও এমপি পদে থাকা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
রায় প্রকাশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, ‘আমার মতে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী মায়ার সংসদ সদস্যপদ থাকা উচিত নয়। এটি একটি বিতর্কের বিষয়। সুতরাং এ বিষয়ে সংসদে আলোচনা হতে পারে।’
যদিও ভিন্নমত প্রকাশ করেন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু।
তিনি মনে করেন, মায়ার সংসদ সদস্যপদ থাকতে কোনো বাধা নেই।’
এ সব বিতর্কের প্রেক্ষিতেই মঙ্গলবার এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রীম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেন।
মামলায় মায়ার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
ওই মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত মায়াকে ১৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ কোটি টাকা জরিমানা এবং তার প্রায় ছয় কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দেন আদালত।
২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় বাতিল করে আদেশ দেন।
আপডেট : বাংলাদেশ সময় : ১৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ৩০ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৩:০৯ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি