মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইট ফেসবুক লিখেছে, ‘সবাইকে রমজানের শুভেচ্ছা। আসুন ফেসবুকের আমরা সবাই রমজানের মহত্ত্বকে সম্মান করে আমাদের সমাজ ও বিশ্বের সবার প্রতি উদার হই’।
সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে থাকে। উৎসবমুখর পরিবেশে রোজাদারগণ সেহরি, ইফতারসহ ইবাদাত বন্দেগির মাধ্যমে পালন করে মাহে রজমান।
মহান আল্লাহতায়ালার অশেষ রহমত লাভের আশায় সারা বছর ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসটির অপেক্ষায় থাকেন।