চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা মাহিয়া মাহি ও আরিফিন শুভ’র উপর ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। পৃথক সময়ে এই দুই তারকার বিয়ের ঘটনায় তিনি হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (২৫ মে) বিয়ে করেছেন মাহি। এই বিয়ের ঘটনায় মাহির সমালোচনা করেছেন মিশা। একইভাবে নিকট অতীতে শুভর বিয়ের ঘটনাকে ‘ফাজলামো’ বলে মন্তব্য করেন এই আলোচিত খলনায়ক।
মাহির বিয়ের দিন রাতে (২৫ মে) নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে মিশা লিখেন, ‘ফাজলামি বন্ধ করা উচিত। না হলে ইন্ডাস্ট্রি ফাইনালি বন্ধ হয়ে যাবে।’
শুভর প্রতি ঈঙ্গিত করে মিশা লিখেছেন, ‘হঠাৎ পত্রিকায় দেখলাম একজন নতুন ট্যালেন্টেড নায়ক একজন ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে ফেললো!’
মাহির বিয়ের ঘটনা নিয়ে লিখেছেন, ‘আমার দেখা নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকার হঠাৎ বিয়ের সংবাদে আমি হতবাক।’
মিশা আরো লিখেছেন, ‘এরা একটিবারও তাদের দায়বদ্ধতার কথা ভাবলো না। আমি এই প্রজন্মের এরকম হুটহাট সিদ্ধান্তকে কখনোই স্বাগত জানাতে পারবো না। কারণ আমার পরিবার আমাকে আজকের এই মিশা সওদাগর বানায়নি। আমার নাম, আমার খ্যাতি, আমার প্রাচুর্য, আমার জাতীয় পুরস্কার- সব ইন্ডাস্ট্রি দিয়েছে। হুটহাট সিদ্ধান্তের পরিসমাপ্তি হোক।’
নিউজ ডেস্ক : আপডেট ২:২৯ পিএম, ২৬ মে ২০১৬, বৃহস্পিতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur