মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন, এমন গুঞ্জন অনেক দিন ধরেই। গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি ঘর বেঁধেছেন শোনা গেলেও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন মাহি।
অবশেষে সোমবার রাত ১২টার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহি নিজেদের কাবিনের ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
এর আগের সব কথা আসলেই গুজব ছিল উল্লেখ করে মাহি সবার দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিবাহ বিচ্ছেদ করছেন।
বিনোদন ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur