আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন। ১১ নভেম্বর বুধবার হানিফের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব তারিক উল আলম টুটুল।
টুটুল জানান, জ্বরসহ আরও কিছু লক্ষণ থাকায় হানিফ করোনা পরীক্ষা করিয়েছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। তবে শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন।
মাহবুব-উল আলম হানিফ দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বার্তা কক্ষ,১১ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur