প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি শোকাহত স্ত্রী, এক কন্যা, অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাংখী রেখে গেছেন। তার পিতা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ বর্তমান সভাপতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ সহকারী শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । (বাসস)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৮:১৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
এজি/এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur