জরুরি অবস্থায় যাচাই ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চাঁদপুরে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাইমচর জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রট আদালতে মামলাটি দায়ের করেন হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগ নেতা হাবীব শেখ (৬২)।
মামলার প্রেক্ষিতে জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান ঊর্মি বিষয়টি তদন্তের জন্য চাঁদপুর জেলা তথ্য অফিসার নুরুল হককে নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, মামলার এজহারের আলোকে তদন্তের জন্য আদেশ দেয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ ৩ মার্চ।
মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস
| আপডেট: ০৩:১৫ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur