মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত হযরত হাজী শরীয়াতুল্লাহ রহ.এর স্মৃতিবিজোড়িত আস্তানায় বুধবার ২৮,২৯ ও ৩০ থেকে ৩ দিনব্যাপি বাহাদুরপুর মাদরাসার ৮১তম বার্ষিক মাহফিল শুরু হচ্ছে। ৩ দিনব্যাপি এ মাহফিলে ভক্ত-মুসল্লীদের পদচারণায় মুখরিত হবে হাজী শরীয়াতুল্লাহ (রহ.)এর জন্মভুমি বাহাদুরপুর ময়দান।
৩০ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত থেকেই লাখো মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হওয়া শুরু করবেন বাহাদুর ময়দানে।
বুধবার বাহাদুরপুরের বর্তমান পীরসাহেব হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রাথমিক বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাহফিলের কার্যক্রম শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম মূল্যবান ওয়াজ নসিহত পেশ করেন।
প্রথম দিনের বয়ানে বক্তারা পরকালে মুক্তির জন্য র্শিক মুক্ত ঈমান-আমলের জন্য সকলের প্রতি আহবান জানাবেন। এসময় হাজী শরীয়াতুল্লাহ রহ.এর ৭ম পুরুষ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মহা-সচিব ও বর্তমান পির হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, মাও.বিনে আমিন, মুফতি হানজালা সহ বহু উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন ।
আগামিকাল বুধবার সকাল ১০ টার পর পর চাঁদপুর নৌ-ঘাট, হরিণা ফেরিঘাট,সফরমালী লঞ্চ ঘাটসহ কয়েকটি লঞ্চ ও বড় আকারের টলার বাহাদুরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে ।
এছাড়াও অনেকেই সড়ক পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
আবদুল গনি
২৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur