স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। ৭ সেপ্টেম্বর সোমবার চাঁপুর শহরে এই অভিযান পরিচালিত হয়।
মাস্ক না পরে গাড়ি চালানো চালক ও হেলপার এবং মাস্কবিহীন যাত্রী ও পথচারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। সোমবার বিকালে শহরের বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। তাছাড়া সবাইকে সতর্ক করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এ সময় সেনা কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, ৭ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur