মতলব দক্ষিণ

মাস্ক না পরায় মতলব দক্ষিণে ১১ জনকে জরিমানা

চাঁদপুর মতলব পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। ১ জুন সোমবার দুপুরে মাস্ক না পড়ার কারণে ১১ জনকে ৩হাজার ৬শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ( ভূমি) নুশরাত শারমিন।

জানা যায়, ওই দিন দুপুরে পৌর শহরের কলাদী,দশপাড়া, ভাঙ্গারপাড়,নবকলস,ওয়াপদা,বাইপাস সড়কসহ মতলব বাজার এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর বিষয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় পথচারী,ক্রেতা- বিক্রেতা ও যানবাহনের চালককে মাস্ক না পরায় জরিমানা করা হয়। এছাড়া অভিযানের খবর টের পেয়ে অনেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে।

সহকারী কমিশনার ( ভূমি) নুশরাত শারমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরি। স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে জরিমানা করা হয়েছে।

বার্তা কক্ষ, ১ জুন ২০২০

Share