‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে, এসো মিলি প্রানের বন্ধনে’ এই স্লোগানে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম বারের মতো ব্যাপক আয়োজনে পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মোশাররফ হোসাইনসহ অতিথিদের রাজকীয় ঘোড়ায় চড়িয়ে,নেচে-গেয়ে ও ঢাকডোল বাজিয়ে শতশত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একটি আনন্দ শোভাযাত্রা ও র্যালি বের করে। আনন্দ শোভাযাত্রাটি মাসনীগাছা বাজার ও বড়পাড়া এলাকায় ঘুরে পুনরায় বিদ্যালয়ে স্মৃতিচারন,আলোচনা সভা,শিক্ষকদের সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসবেক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ প্রানের মেলা আমাকে মুগ্ধ করেছে। নতুন পুরাতনদের আগমনে এ বিদ্যালয় মুখরিত হয়েছে। ভবিষ্যতে যে কোনো ভালো কাজে আমি সব সময় সহযোগিতা করে যাবো। এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখতে প্রাক্তন শিক্ষার্থীরা যেন এগিয়ে আসে এ আহ্বান জানান।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আবুল বাসার মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ,সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইব্রাহিম খলিল মজুমদার,চাঙ্গিনী নুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ ইউসুফ পাটওয়ারী,মুগদা মেডিকেল কলেজ ও হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. কবির হোসেন,আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. আব্দুল কাদের ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাফায়েত উল্যাহ প্রমুখ।
এ সময় সমাজসেবক তকদির হোসেন মিহির,অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব মো. মোজাম্মেল হোসেন,সদস্য মো. মোশাররফ হোসেন,সাইফুল ইসলাম শিশির,মাহমুদুল হাসান,মাজহারুল ইসলাম মামুন,নুরুজ্জামান ইকবাল,মনির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মালয়েশিয়া প্রবাসী মিলন গাজী,সুজারল্যান্ড প্রবাসী ইসমাইল হোসেন কাউছার ও আলোর দিশারী পাঠাগারের সদস্যবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur