শুধু মাশরাফি বিন মর্তুজা নয় পুরো দেশজুড়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দল। ৯ ফেব্রুয়ারি রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের সারথিরা।
প্রথমবার এই আসরের ফাইনালে উঠেই শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। গড়ল ইতিহাস। সেই ইতিহাসের অংশ যুব দলের প্রত্যেক সদস্য ও কোচিং স্টাফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়ক আকবর আলী ও তার দলকে দিয়েছেন বিশেষ বার্তাও।
যুবাদের বিশ্ব জয়ের পর মাশরাফি বিন মর্তুজা তার ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। দুটি ছবি দিয়ে তৈরি একটি কোলাজ। ওপরে যুবাদের ছবি। নিচে একটি বাঘের ছবি।
যার ক্যাপশনে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন , ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের অভিষেক দাস, রকিবুল, শরিফুল, ইমন এবং অন্য সব খেলোয়াড় ও দলের কোচিং স্টাফদের।’
অধিনায়ক আকবর আলীর কথা উল্লেখ করে লিখেন, ‘আকবর ইউ বিউটি! শুধু আবেগটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখো। কী অসাধারণ অর্জন! বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য কী দারুণ এক মুহূর্ত।’
এরপর জুনিয়রদের উদ্দেশ্যে উপদেশ বা শুভকামনার মতো করে মাশরাফী লিখেন, ‘ছেলেদের বলছি, অনেক অনেক দূর যেতে হবে তোমাদের। আশা করি ভবিষ্যতে তোমরা আরও অনেক বেশি কিছু নিয়ে আসবে। এই মুহূর্তটা উপভোগ করো। অভিনন্দন, মি. ক্যাপ্টেন আকবর। অভিনন্দন বাংলাদেশ।’
আরো পড়ুন- ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়
চাঁদপুর টাইমস রিপোর্ট, ১০ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur