বাংলাদেশ ক্রিকেটের উজ্জল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা। ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন। শুরু থেকে দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলে। তিনিই বাংলাদেশের সফল অধিনায়ক। তার চেয়েও বড়, সত্যিকারের একজন মানুষ তিনি।
মাশরাফির নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে ব্যবসা করছে www.uniselbd.org নামের এক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান মাশরাফির অনুমতি না নিয়েই তার ছবি দিয়ে অনলাইনে মার্কেটিং করছে। মঙ্গলবার ( ৯ জানুয়ারি) সন্ধ্যায় মাশরাফি তার ফেসবুক ভেরিফাইড পেজে এই বিষয়ে একটি পোষ্ট করেছেন।
ফেসবুক পেইজে দেয়া মাশরাফির সেই লেখাটি হুবহু তুলে ধরা হলো:-
“কিছুদিন যাবৎ আমি দেখছি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অনুষ্ঠানের প্রচারনা চালানো হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অনুষ্ঠান সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত নই, এবং কোন ভাবেই জড়িত নই। দুঃখ জনক হলেও সত্যি আমার অনুমতি ছাড়াই ১২ তারিখের এই অনুষ্ঠানে আমার নাম এবং ছবির অপব্যবহার করা হচ্ছে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে এ ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করা হলো। ধন্যবাদ”। (বিডি২৪লাইভ)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০৫:৩৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৮, বুধবার
এএস