এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন নড়াইলের জনগণ। এদিকে মাশরাফি বিন মর্তুজার নিজের হাতে গড়া আতাউর রহমান ক্রিকেট একাডেমীর ক্ষুদে ক্রিকেটাররা বাংলাদেশ দলের খেলা দেখার জন্য আনন্দে আত্মহারা। অপরদিকে মাগরিবের নামাজে বাংলাদেশ দলের সাফল্য কামনা করে দোয়া করেছেন মাশরাফির মা হামিদা মোর্তজা। তিনি ছেলের সফলতা কামনা করে দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
মাশরাফির মা বলেন, মাররাফি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছে। ভারতের সাথে জেতা কঠিন। ভারতের সাথে আমাদের ছেলেরা আগেও খেলেছে, ঠিকঠাক মতো খেলতে পারলে ইনশাল্লাহ আমাদের ছেলেরা ভাল করবে, ওরা পারবে।
এদিকে কালকের খেলা দেখার জন্য নড়াইলের বিভিন্ন প্রান্তে চলছে নানা আয়োজন। কোথাও বড়পর্দায় খেলা দেখার প্রস্তুতি। কোথাও চলছে খাবার দাবারের আয়োজন। মোট কথা ফাইনালে ফলাফল যাই হোক না কেন প্রিয় ক্যাপ্টেনের নেতৃত্বের ফাইনাল অন্যভাবে উপভোগ করতে ব্যস্ত নড়াইলের জনগণ। (কালের কণ্ঠ)
নিউজ : আপডেট ১:৩৬ এএম, ৬ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur