প্রবাস

মালয়েশিয়া জহুর বারুতে উৎসাহ উদ্দীপনায় ঈদুল আযহা উদযাপন

বশির আহমেদ ফারুক, জহুর বারু থেকে || আপডেট: ০১:১০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার

মালয়েশিয়া জহুর বারুতে প্রবাসী বাংলাদেশীদের পরিচালনায় তামান মনুস্তিন বাংলা মসজিদে ঈদ-উল আযহার বড় জামাত অনুষ্ঠিত হয় মালয়েশিয়া সময় সকাল ৯ ঘটিকায়।

‘আল্লাহু আকবার.. আল্লাহু আকবার… ওয়ালিল্লাহিল হামদ’ বলে প্রবাসীরা ছুটে আসেন জামাতের সাথে ঈদ-উল আযহার নামাজ আদায় করতে।

শত শত প্রবাসীর উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন তারা।

নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল হান্নান পাঠান।

অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন বাংলাদেশী কমিউনিটি অব জহুর মালয়িশিয়ার সাধারণ সম্পাদক এমজে আলম, সহ সভাপতি জাকির হোসেন, মো. বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম রবিন, প্রচার সম্পাদক রুহুল আল আমিন, মো. শাহীন আহমেদসহ ধর্মপ্রাণ মুসলমান প্রবাসীরা।

নামাজ শেষে সমগ্র মানবজাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

প্রবাসে ঈদ উদযাপনে মালয়েশিয়াস্ত বাংলাদেশ হাই কমিশন, জহুর বারু বাংলাদেশ কমিউনিটি, কামউনিটি প্রেসক্লাব ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, সুুঙ্গাই ভুলু, পুচং, মালাক্কায়, জহুর বারু তাম্পয় লিমা ও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share