মালয়েশিয়ায় শ্রমীক লীগের পরিচিতি সভা

মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা রোববার (১৭ জুলাই) কুয়ালালামপুরের মতিয়ারা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও সহ সভাপতি শাহ আলম হাওলাদারের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব মেনে জামায়াতের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে ‘জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্যে’ আসতে হবে। মুক্তিযুদ্ধের সময় সকল দল বঙ্গবন্ধুকে নেতা মেনে নিয়ে দেশকে স্বাধীন করেছে। আর বর্তমান জঙ্গিবাদ নির্মূলে আমাদের নেতা হচ্ছেন শেখ হাসিনা। তার নির্দেশ মেনে নিয়ে জঙ্গিবাদ নির্মূলে সকল দলকে ঐক্যের পথে আসতে হবে। বিএনপি যদি ঐক্যে আসে, যদি জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি পালন করতে চায়, অবশ্যই শেখ হাসিনার নেতৃত্ব মেনে আসতে হবে। জঙ্গিবাদ ইস্যুতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।’

জঙ্গি হামলার ঘটনা দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ‘গুলশান হামলার পর পশ্চিমা বিশ্ব আইএসের ধূয়া তোলে সহযোগিতার নামে ছুটে আসতে শুরু করেছে। আমরা তাদের বলতে চাই, বিশ্বায়নের যুগে সহযোগিতা অবশ্যই নেবো। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থ ক্ষুন্ন হয়- এমন সহযোগিতা আপনাদের কাছ থেকে গ্রহণ করবে না। শেখ হাসিনা যেখানে আছেন সেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন হতে দিবেন না।’

পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামাল, শাহীন সরদার, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, নূর মুহাম্মদ ভূইয়া, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহবায়ক এ কামাল চৌধুরী, বর্তমান আহবায়ক তাজকির আহমেদ, যুগ্ম আহবায়ক মো. আবু হানিফ, সদস্য বিজন মজুমদার, মালয়েশিয়া সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান প্রমুখ।

এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About The Author

প্রতিবেদক- বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া করেসপন্ডেন্ট
Share