অভিবাসী দিবসে ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ব দেশ উতসবের জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় শুক্রবার বিকেল কুয়ালালামপুরের এমপি এ জে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেপুটি হাই কমিশনার মো: ফায়সাল আহমেদের সভাপতিত্বে ও কমিশনের প্রথম সচিব (শ্রম) মোশাররাত জেবীনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিবের বাণী পাঠের মধ্যদিয়ে শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর এ এইচ এম জিহাদুল করিম, ডিফেন্স এ্যাডভাইজার কমোডর শেখ আরিফ মাহমুদ, লেবার কাউন্সিলর মো: সায়েদুল ইসলাম, কাউন্সিলর রইস হাসান সারোয়ার, ফার্ষ্ট সেক্রেটারি এসকে শাহীন, ফার্ষ্ট সেক্রেটারি বেগম তাহমিনা ইয়াসমীন প্রমূখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য ডেপুটি হাই কমিশনার ফায়সাল আহমেদ বলেন, অভিবাসী নারী-পুরুষদের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে। মনে রাখতে হবে তাদের পাঠানো অর্থে দেশের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। দেশে আসা ও বিদেশে থাকা অভিবাসীদের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের বিশেষ নজর দিতে হবে।
ফাস্ট সেক্রেটারী (শ্রম) সাহিদা সুলতানা বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের প্রায় এক কোটি কর্মী কর্মরত আছেন। প্রতিবছর গড়ে প্রায় ৫ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হচ্ছে। দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার প্রত্যয়ে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অনবদ্য অবদানকে মূল্যায়ন করাই এ দিবসের উদ্দেশ্য।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মালয়েশিয়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আওয়মী লীগ নেতা রাশেদ বাদল, অগ্রণী রেমিটেন্সের ম্যানেজার মো. ওয়ালি উল্লাহ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, অগ্রণী ব্যাংক রেমিটেন্সের কুয়ালালামপুর শাখার ম্যানেজার মো. নাজমুল ইসলাম, অগ্রণী ব্যাংক রেমিটেন্সে কেলাং শাখা ম্যানেজার খালেদ মোর্শেদ রিজভী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসানসহ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের বৃহৎ একটি অংশ উপস্থিত ছিলেন।
বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৪:৪২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার
ডিএইচ