প্রবাস

মালয়েশিয়ায় জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ

১৪ আগস্ট ২০১৫, শনিবার, বিকাল ০৭ : ৪১ মিনিট

বশির আহমদ ফারুক, মালয়েশিয়া :
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী।

১৫ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উওোলন ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় মোক দিবসের অনুষ্ঠান। দূতাবাস প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাই কমিশনার মো: শহিদুল ইসলাম।

এরপর মালয়েশিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগ, পুস্তস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর শুরু হয় আলোচনা সভা। হাই কমিশনার মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ফাষ্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ারের পরিচালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন, এয়ার কমোডর এম আরিফুর রহমান। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার মো: ফয়সাল আহমেদ। পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ফাষ্টসেক্রেটারি (লেবার) মুশারাত জেবীন।

আলোচনা সভায় হাই কমিশনার মো: শহিদুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডে সপরিবারে প্রাণ হারান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আমরা আজ তাঁদের স্মরণ করছি। মর্মস্পর্শী এ হত্যাকান্ডের আজ ৩৯ বছর পূর্ণ হলো। এ হত্যাকান্ডের বিচারের বাণী নীরবে-নিভৃতে কেঁদে ফিরেছে প্রায় তিনযুগ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার মজনু, ,মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শাহীন সরদার, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, বঙ্গমাতা পরিষদের সভাপতি হাজী মতিউররহমান, যুবলীগের আহবায়ক, তাজকীর আহমেদ, সেচ্ছা সেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, শ্রমিকলীগের আহবায়ক সোহেল বিন রানা, ছাত্রলীগের আহবায়ক হুমায়ুন আহমেদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বাধীন চৌধুরী

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Share