আন্তর্জাতিক

মালিতে ৩ বাংলাদেশি সেনা সদস্য নিহত

আফ্রিকার মালিতে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর ) দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইমেপ্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হন।

নিহতরা হলেন—সার্জেন্ট আলতাফ,ইএমই (দিনাজপুর),ল্যান্স কর্পোরাল জাকিরুল,আর্টিলারি (নেত্রোকোনা),সৈনিক মনোয়ার,ইষ্ট বেংগল (বরিশাল)।

আহতদের নাম মেজর জাদিদ,পদাতিক (ঢাকা), কর্পোরাল মহিম,পদাতিক (নোয়াখালী),সৈনিক সবুজ,পদাতিক (নওগাঁ) এবং সৈনিক সরোয়ার,পদাতিক (যশোর)।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম,২৪ সেপ্টেম্বর,২০১৭,রোববার
এজি

Share