সৌদি আরব থেকে গত সাত মাসে দেড়শ বাংলাদেশি নারীকর্মী পালিয়েছেন। তাঁরা সবাই গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি গিয়েছিলেন।
সংবাদমাধ্যম সৌদি গেজেটে বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত সাত মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি যান।
প্রতিবেদনে বলা হয়, কেন গৃহকর্মীরা কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, এ ব্যাপারে অনুসন্ধান করেছে বাংলাদেশ দূতাবাস। সেখানে বলা হয়, অতিরিক্ত কাজের চাপ, ঘরের প্রতি অতিরিক্ত টান ও মালিকের দুর্ব্যবহারের কারণে গৃহকর্মীরা কাজ ছেড়ে দিচ্ছেন।
নিয়োগ বিষয়ে বিশেষজ্ঞ খালেদ আল সাইফ জানিয়েছেন, বাংলাদেশের অবস্থা ওই জায়গায় এমন নেই যে এ বিষয়ে তারা সৌদি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করবে। তিনি বলেন, ‘দুই দেশের করা চুক্তিতে পাঁচ লাখ গৃহকর্মী পাঠানোর কথা থাকলেও বাংলাদেশ এত গৃহকর্মী পাঠায়নি। এর মধ্যে ১৫০ জন চলে যায়।’
খালেদ আল সাইফ আরো জানিয়েছেন, এসব নিয়োগের ব্যাপারে বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়ার খরচ আগের তুলনায় অনেক বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক || আপডেট: ০৬:৩২ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur