আন্তর্জাতিক

চাঁদপুর ৮ লক্ষাধিক টাকার চিংড়ী জব্দ : আটক ১

চাঁদপুর কোস্টগার্ডের রাতব্যাপী অভিযানে বৃহস্পতিবার (০৫ মে) ভোরে হরিণা ফেরীঘাট থেকে ১ হাজা ৭শ’ ২০কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে। এসময় পাচারে সহায়তাকারী হিসেবে একজনকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুর কোস্টগার্ড জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সাঃ লেফ্টেন্যান্ট এম আতাহার আলী, বিএন এর নেতৃত্বে সদস্য এম কে জামান, পিও এর একটি অপারেশন দল রাত বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত চাঁদপুরের হারিণা ফেরীঘাট থেকে জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৬০ হাজার টাকা।

জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি এবং পাচারে সহায়তাকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়।

জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করার জন্য মাটি চাপা দেয়া হয়।

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ৯:৩০ পিএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share