মালয়েশিয়ায় বিল্ডিংয়ের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে কর্মস্থলে সোমবার বিকালে উপর থেকে ভারি বস্তু মাথায় পরে ইব্রাহীম হোসেন (৩০) নামের এক যুবকের মর্মাতিক মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের মোখলেছুর রহমানের পুত্র।
জানা গেছে, উপজেলার বুধুন্ডা গ্রামে যুবক ইব্রাহীম হোসেন অর্থ উপাজনের লক্ষে প্রায় ৯ বছর আগে সুদুর মালয়েশিয়ায় পাড়ি জমায়। নিহতের ভাই মোঃ ওয়ালী উল্লাহ জানান, কিছুদিন পর ইব্রাহীম দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। সে লক্ষ্যে কনে দেখার কাজ চলছিল, কিন্তু দেশে ফেরৎ আশা হলো না তার। বর্তমানে তার লাশ মালয়েশিয়ার একটি হাসপাতালে হিম ঘরে রাখা হয়েছে। ইব্রাহীম হোসেনের মর্মাতিক মৃত্যু হওয়ায় তার বাবা, মা পরিবারসহ স্বজনের মাঝে শোকের মাতম বইছে।
নিহতের লাশ দেশে ফেরৎ আনতে মালয়েশিয়া দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur