মালয়েশিয়াগামী সোহেলের পরিবারের পাশে বিএনপি

মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় এসে ফ্লাইট বাতিল হওয়ায় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে ছিটকে পড়ে গত শুক্রবার মারা যাওয়া ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়ার সোহেল তানভীর (২০) এর পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও মালয়েশিয়া বিএনপি’র সাধারন সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে রবিবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার বাসিন্দা মেরাজ মোল্লা’র হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এসময় বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, কচুয়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য মঞ্জুর আহমেদ সেলিম, বিএনপি নেতা অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু, মো. মামুন দেওয়ান, বিতারা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- সম্পাদক শাহরিয়ার পিয়াস, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধানসহ আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, যুবক সোহেল তানভীর সহায় সম্পত্তি বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার জন্য একই এলাকার এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় যান। পরবর্তীতে জানতে পারেন তার ফ্লাইট বাতিল করে ৭ জুন দেয়া হয়েছে। এসময় শুক্রবার ভোড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোহেল তানভীর ও তার বাবা ট্রেন যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সেতু অতিক্রমের সময় ট্রেনের দরজা দিয়ে আকস্মিক ভাবে নদীতে পরে যান তিনি। পরবর্তীতে ৪ দিন পর তার লাশ পাওয়া যায়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ জুন ২০২৪

Share