চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি মালবাহী ট্রলি উল্টে খাদে পড়ে বিল্লাল হোসেন রিয়াদ(১৮) নামক যুবক নিহত হয়েছে। আজ সোমবার (২ জুন) সকাল ৮ টায় নিন্দপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিল্লাল হোসেন রিয়াদ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ঘোড়াধারি গ্রামের কবির মোল্লার বড় ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক জানা যায়, ঘোড়াধারী গ্রামের ইট ও বালু ব্যবসায়ী মজিবের দোকান থেকে কচুয়া উপজেলায় এক ব্যক্তির ক্রয়কৃত ইট পৌছে দেয়ার জন্য ট্রলি নিয়ে সকাল ৮ টায় রওয়ানা হয় ড্রাইভার রনি।
পথিমধ্যে ওই ট্রলিতে উঠে ড্রাইভার রনির বন্ধু বিল্লাল হোসেন রিয়াসহ আরো একজন। নিন্দপুর ব্রীজ সংলগ্ন শিকদার চেয়ারম্যানের বাড়ী কাছের রাস্তার নিকট যাওয়ার পর পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি পাশের একটি খাদে উল্টে পড়ে যায়।
সাথে সাথে লাফ দিয়ে ড্রাইভারসহ দুজনের জীবন রক্ষা হলেও বিল্লাল হোসেন রিয়াদ ট্রলির নীচে পড়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur