রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ২৪৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারী টাইগাররা। নিগার সুলতানা ও ফারজানা হকের সেঞ্চুরিতে মালদ্বীপকে ২৫৬ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৯ রানের মধ্যেই সাজঘরে দুই ওপেনার শামিমা সুলতানা ও সানজিদা ইসলাম। কিন্তু তৃতীয় উইকেটে নিগার সুলতানা ও ফারজানা হক ধরেন দলের হাল। মারমুখি ব্যাটিংয়ে দলকে এনে দেন বড় স্কোর।
শেষ পর্যন্ত নিগারের ৬৫ বলে ১৪ চার আর তিন ছক্কায় ১১৩ আর ফারজানা হকের ৫৩ বলে ২০ বাউন্ডারিতে ১১০ রানের অনবদ্য ইনিংসের কল্যাণে দুই উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নমে শূন্য রানে দুই ওপেনারকে হারানোর পর মালদ্বীপের ছয় জন ব্যাটসম্যান ডাক মারলে মাত্র ৬ রানে অলআউট হয় তারা।
বার্তা কক্ষ, ৫ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur