আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূতের উপর ব্লেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

দুষ্কৃতিকারীর হামলায় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট (৪২) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দেশটির রাজধানী সিউলে একটি প্রাতঃরাশ বৈঠকে অংশ নিতে গেলে তার ওপর ধারালো ব্লেড নিয়ে ঝাপিয়ে পড়েন আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। খবর: বিবিসির।

এ সময় তার মুখ এবং বাম হাতে রক্ত দেখা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ। তাক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার এ আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই আক্রমণকারী ব্যক্তিকে আটক করে নিরাপত্তাকর্মীরা। তখন ওই ব্যক্তি চিৎকার করে বলছিল, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মিলে যাওয়া উচিৎ।

কিছুদিন আগে সিউলে জাপানের রাষ্ট্রদূতের ওপর পাথর নিক্ষেপ করে এমন এক দুষ্কৃতিকারী।

Share