মার্কিন যুবকের প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা

প্রেমে পড়েছেন বলিউডের দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। এমন খবরই রটেছে বলি পাড়ায়। শোনা যাচ্ছে ইদানিং নাকি দেদারছে ডেটিং করেও বেড়াচ্ছেন এই অভিনেত্রী।

বলিউড লাইফ ডট কমের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের টিভি সিরিয়াল কোয়ান্টিকোতে শুটিংয়ের সময় থেকেই নাকি প্রিয়াঙ্কার পরিচয় হয় এক যুবকের সাথে। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। প্রায়ই নাকি দুজনকে দেখা গেছে একসাথে ডেটিং এ যেতে।

ছেলেটির পরিচয় জানেন না কেউ, বলেননি প্রিয়াঙ্কা নিজেও। তবে কি এবার বিদেশি প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন দেশি গার্ল? অপেক্ষা ছাড়া আর উপায় কি!

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সর্বশেষ কাজ করেছেন বাজিরাও মাস্তানিতে। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

বিনোদন ডেস্ক ||আপডেট: ১২:১৮ এএম, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার

এমআরআর

Share