সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে চালান মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় চার সরকারি সেনা নিহত হয়েছে বলে সোমবার যুক্তরাজ্যভিত্তিকি একটি মানবাধিকার গোষ্ঠী এ খবর জানিয়েছে। সিরিয়ার দিয়ের আল জোর প্রদেশে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালান হয়েছিল।
সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস গ্রুপ জানিয়েছে, দিয়ের আল জোর প্রদেশের আয়াশ শহরের সায়েক সামরিক ঘাঁটিতে ওই বিমান হামলা চালিয়েছে জোট। এতে চার সেনা নিহত এবং আরো ১৪ সেনা আহত হয়েছে। এছাড়া দিয়ের আল জোর শহরে চালান অন্য এক হামলায় দুই শিশুসহ নিহত হয়েছেন এক মা।
সিরিয়া সরকারের এক ঘনিষ্ঠ সূত্র এই হামলার খবর নিশ্চিত করে বলেছেন, হামলায় তাদের বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছে। এছাড়া কিছু সামরিক যানও ধ্বংস হয়েছে।
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরুর পর সরকারি সেনাদের বিরুদ্ধে এটিই প্রথম মার্কিন বিমান হামলা।
হাইকোর্টে ঐশীর জরিমানা স্থগিত
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৪:০০ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur