আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জী মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫১ মিনিটে স্থানীয় এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে শুক্রবার সন্ধ্যায় শুভ্রা মুখার্জীকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তিনি অনেক দিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।
তার বাবার বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। তার বাবা অমরেন্দ্র ঘোষ। ২০১৩ সালে প্রণব মুখার্জীর বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জী স্বামীর সঙ্গে নড়াইলে তাঁর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur