মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
গত বৃহস্পতিবার রাতে তিনি এ দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তিনি বুকের পাঁজরে আঘাতপ্রাপ্ত হন।
আজ রোবার তিনি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে হাস্যজ্জ্বল একটি ছবি পোস্ট করে তাতে বিস্তারিত লিখেন।
তিনি লিখেছেন, “বৃহস্পতিবার রাতে বাসায় ফিরছিলাম নিজে গাড়ী চালিয়ে। শেরাটনের মোড় হয়ে মিন্টু রোড ধরে মগবাজারের বাসায় আসবো। বাঁয়ে ইন্ডিকেটর দিয়ে ৫০/৬০ কিলো গতিতে গাড়ী চলছিলো। পেছন থেকে প্রতিযোগীতারত দুটি ট্রাকের একটি সজোরে আমার গাড়ীতে আঘাত করে। সিট বেল্ট বাধা না থাকলে হয়তো গাড়ী থেকে ছিটকে বেরিয়ে যেতাম, গাড়ী উল্টে গিয়ে আইল্যান্ডে আছড়ে পড়তো । রক্তাক্ত হতাম, মৃত্যু ও হতে পারতো। শক্ত হাতে ষ্টিয়ারিং ধরে গাড়ীটার নিয়ন্ত্রনে রাখতে পেরেছি। বুকের পাঁজরে ব্যাথা পেয়েছি।
মহান আল্লাহ’র অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছি। আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম।”
এ সম্পর্কে কথা বলতে চাইলে কয়েকবার ফোন করলেও তার ব্যাক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৫১ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur