দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় ছিলেন না। তবে এবার নতুন বছরের প্রথম দিন থেকে পুরো উদ্যম নিয়ে নামছেন, শুরুটা করবেন মারামারির শুটিং দিয়ে।
বলা হচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কথা। আগামীকাল রোববার সকাল থেকে সাভারে ডিপজলের শুটিংবাড়ি দিপু ভিলায় শুরু হবে নতুন চলচ্চিত্র ‘এক কোটি টাকা’র শুটিং। প্রথম তিনদিন ছবির মারামারির দৃশ্য চিত্রায়ন করা হবে বলে জানিয়েছেন ডিপজল। ছবিটি পরিচালনা করছেন ছটকু আহম্মেদ।
‘এক কোটি টাকা’ ছবিটি নিয়ে পরিচালক ছটকু আহমেদ বলেন, ‘আমরা ১ তারিখ থেকেই ছবির শুটিং করব। প্রথম তিনদিন অ্যাকশন শুটিং হবে। এরপর আমরা সিক্যুয়েন্সের কাজ শুরু করব।’
নতুন ছবি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘শুটিং এমনিতেই অনেক কষ্টের কাজ। অনেকেই মনে করেন আমরা অনেক আরামে শুটিং করি। শুটিংয়ের মধ্যে সবচেয়ে কষ্ট মারামারির শুটিং করা। একজন শিল্পী যত বেশি কষ্ট করবে, তার ছবিটি তত ভালো হবে। আমি সব খেটে কাজ করেছি, সব সময় করব।’
ডিপজল নিজের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘বেশ অনেক দিন পর আমি শুটিং করব, এ জন্য লম্বা সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি। নিয়মিত ব্যায়াম করে নিজের ওজন কমিয়েছি। আর ফাইট শেখার কিছু নেই কারণ আমি চলচ্চিত্রে দীর্ঘ সময় ফাইট করেছি। তবে ফাইটের কিছু ব্যায়াম আছে, যা আমি সব সময়ই করি।’
চলচ্চিত্র নিয়ে ডিপজল আরো বলেন, ‘বাংলাদেশে চলচ্চিত্রের বাজার অনেক বড়। তবে আমরা মানসম্পন্ন ছবি দিতে পারছি না। আমি বিশ্বাস করি দর্শক আমাদের সিনেমা হলে আমাদের ছবিই দেখতে চায়। আমি চেষ্টা করব ভালো ছবি দিয়ে দর্শককে হলে আনতে।’
এ বছর জাকির হোসেন রাজু পরিচালিত ও ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পেয়েছিল।
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ২ : ০০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার
ডিএইচ