Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মর্ডাণ ফার্মাসিটিক্যালস এমআরকে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
মারধর

কচুয়ায় মর্ডাণ ফার্মাসিটিক্যালস এমআরকে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী হাজীগঞ্জে কর্মরত মর্ডাণ ফার্মাসিটিক্যালসের এম.আর কবির হোসেনের মোটরসাইকেল আটকিয়ে তাকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মৃত. শেয়ার আলীর ছেলে হাকিম (২০),ইব্রাহিম (২৫) মৃত. মোবারক হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৪),মৃত. হাসান আলীর ছেলে মিজানুর রহমান (৪০),আব্দুল মুনাফের ছেলে আবুল বাসার বাসু (৪০),আব্দুর রবের ছেলে আব্দুল বারেক (৫২) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এঘটনায় হামলার শিকার ক্ষতিগ্রস্থ কবির হোসেন বাদী হয়ে সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার কচুয়া থানার এএসআই মো. এনামুল সিদ্দিকী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, বাদী কবির হোসেন পেশাগত কাজে তার নিজ বাড়ি কচুয়ার সফিবাদ থেকে সোমবার দুপুরে মোটরসাইকেল যোগে হাজীগঞ্জ যাওয়ার সময় সফিবাদ পশ্চিম পাড়া মবিন মাষ্টারের বাড়ির সামনে পৌছলে বখাটে হাকিমের নেতৃত্বে ৮/১০জন উশৃঙ্খল যুবক তার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে তাকে টানা হেচড়া করে মাটিতে ফেলে দেয়।

এক পর্যায়ে হামলা চালিয়ে হামলাকারীরা তার সাথে থাকা কোম্পানির নগদ ৭৫ হাজার টাকা,একটি স্যামসাং মোবাইল ও মূল্যবান ঘড়ি ছিনিয়ে নিয়ে যায় এবং তার মোটরসাইকেল ব্যাপক ভাংচুর করে তান্ডব চালায়।

এসময় কবির হোসেনের পরিবারের লোকজন এসে বাধা দিলে শামীম,নাছির,নাজমুল,ফুহাদ,জোবায়েদসহ তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন ও মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী কবির হোসেনের সাথে উল্লেখিত বিবাদীদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো এর জের ধরে ঘটনার দিন কবির হোসেনকে একা পেয়ে মারধর ও হামলা করে প্রতিপক্ষরা।

কচুয়া প্রতিনিধি