মায়ের কফিনের পাশে কোরআন তিলাওয়াত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে।

আজ বুধবার সকাল ১০টা ২৭ মিনিটে তারেক রহমানের কোরআন তিলাওয়াতের একটি ভিডিও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সকালে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হলে সেখানে পরিবারের সদস্য, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

আজ দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
৩১ ডিসেম্বর ২০২৫