মায়েদের সম্মান জীবনের সবকিছু দিয়ে নিশ্চিত করা হবে : জামায়াত আমির
দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি কাজে বের হওয়া নারীদের ওপর হামলার ঘটনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, দ্বীনের দাওয়াত নিয়ে অনেক মা ঘরে ঘরে যান। একটি শ্রেণি তাদের অপমান করেন। কখনো গায়েও হাত দেয়। যারা এগুলো করেন, তারাও তো কোনো মায়ের পেটেই জন্মেছেন। তাহলে কেন এমন করেন—এ প্রশ্ন রাখেন জামায়াত আমির।
সোমবার ২৬ জানুয়ারি সকাল ৯টার দিকে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় জোটের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা.শফিকুর রহমান বলেন, ‘ নদী খননের টাকা মানুষের পকেটে ঢুকেছে। শুধু কি নদী? উন্নয়নের নামে গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই লুটপাট করেছেন। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। ১৬ বছর আমাদের ওপর যে জুলুম হয়েছে, তা নজিরবিহীন। আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে,ঘরবাড়ি লুট হয়েছে, বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। সবশেষ আমাদের দলকে নিষিদ্ধ করে বেহুশ হয়ে দেশ ছেড়েছে । ’
তিনি আরও বলেন, ‘আমরা ৫ তারিখের পর ঘোষণা দিয়েছি— আমরা কোনো প্রতিশোধ নেব না। কিন্তু একটি দল মামলা বাণিজ্য শুরু করল। তারপর বলল— নাম যেহেতু ঢুকে গেছে,এবার কিছু দেন। ’
কুষ্টিয়ায় চালের ট্রাক নিয়ে চাঁদাবাজি চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘ এ সমস্ত কাজে যারা লিপ্ত আছে, তাদের হাতেও আমরা কাজ তুলে দেব। এখন যে অভিশপ্ত জীবন নিয়ে আছো,সেই জীবন ওই চাঁদাবাজদের আর থাকবে না। তারাও ভালো মানুষ হবে। ’
আশ্বাস দিয়ে ডা.শফিকুর রহমান বলেন,‘ জামায়াত নির্বাচিত হলে নদী বাঁচানোর কাজে প্রথম হাত দেয়া হবে। নদী বাঁচলে মানুষ বাঁচবে। যারা বন্দরে, স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, জামায়াত ক্ষমতায় এলে তাদের আমরা বুকে তুলে দিয়ে কাজের ব্যবস্থা করে দেব। ’
জামায়াত আমির বলেন,‘ মায়েদের সম্মান জীবনের সবটুকু দিয়ে নিশ্চিত করা হবে ‘
যারা বলেন,‘ জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখা হবে—তাদের উদ্দেশ্যে আমরা বলি,আমাদের তালা কেনার এত টাকা নেই। বরং নারীরা সম্মানের সঙ্গে,নিরাপত্তার সঙ্গে সব কাজ করতে পারবে—এ নিশ্চয়তা দিচ্ছি । ‘
কুষ্টিয়ার সমাবেশে পুরুষের পাশাপাশি বিপুলসংখ্যক নারী কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্টেডিয়ামের একটি নির্দিষ্ট এলাকায় নারী কর্মীরা সমবেত হয়েছিলেন। সমাবেশে জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমির।
২৬ জানুয়ারি ২০২৬
এ জি