Home / উপজেলা সংবাদ / মায়া চৌধুরী ও দিপু চৌধুরীকে ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগের ফুলেল শুভেচ্ছা
চৌধুরী

মায়া চৌধুরী ও দিপু চৌধুরীকে ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক ষফর মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

একই সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা,মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনার সাথেও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন জনি সরকার,সাধারণ সম্পাদক মঞ্জুর আলমের নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগ এর নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত ৩১ সদস্য বিশিষ্ট ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগ এর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান মোর্শেদ আহার চৌধুরী, উপজেলার ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সাবেক যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, কামরুল ইসলাম মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

৩১ সদস্য বিশিষ্ট ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগ এর কমিটি নিম্নরুপঃ

ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগের নবনির্বাচিত সভাপতি- মোহাম্মদ হোসেন জনি সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার আলম, সহ-সভাপতি মোঃ বাদল ঢালী,সহ-সভাপতি মোঃ মানিক,সহ-সভাপতি মোঃ রতন, সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মিঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জসিম,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নূর জামাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ডেঙ্গু, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলেফ খান, অর্থ সম্পাদক মোঃ সালাম, নপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রনি সরকার,দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান শান্ত, সহ-সম্পাদক মোঃ নাসির, সহ-সম্পাদক মোঃ সুমন ঢালী, সহ-সম্পাদক মোঃ আলী হোসেন সরদার, সহ-সম্পাদক মোঃ মাসুম সরকার,সহ-সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আকন, সহ-সম্পাদক মোঃ হাসান বেপারী, সহ-সম্পাদক মোঃ সোহেল ঢালী, সদস্য যথাক্রমে মেহেদী হাসান বাবু,সহিদুল্লাহ, রাসেল বেপারী, মোঃ মাহাবুব মোঃ তোফাজ্জল হোসেন এসময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করার লক্ষে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীরীগের এই কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নব গঠিত কমিটির সভাপতি মোঃ জনি সরকার ও সাধারণ সম্পাদক মঞ্জুর আলম বলেন, কমিটিতে আমাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু মহোদয়সহ সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উপর অর্পিদ দায়িত্ব স্বচ্ছতার সহিত পালন করবো। খুব শীগরই ইউনিয়ন কমিটি গুলো করবো সেখানে ত্যাগী নেতাকর্মীদের মূল্যয়ান করা হবে। ছেংগারচর পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের পরামর্শ অনুযায়ী সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করব।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২৩ জানুয়ারি ২০২৩