চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক । আপডেট: ০১:৪৯ অপরাহ্ণ, ২৬ জুলাই ২০১৫, রোববার
দুদকের মামলায় দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আপিল পুনঃশুনানির জন্য হাই কোর্টের কার্যতালিকায় আসবে সোমবার।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী পুনঃশুনানির দিন ধার্যের জন্য রোববার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চে আবেদন করেন।
খুরশীদ আলম বলেন, “আলাদত বলেছে, কাল বিষয়টি কার্যতালিকায় আসবে।”
সাত বছর আগের এই দুর্নীতি মামলায় মায়াকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় গত ১৪ জুন বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে হাই কোর্টে নতুন করে আপিল শুনানির আদেশ দেওয়া হয়।
জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় আওয়ামী লীগ নেতা মায়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেয়।
ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে পুনঃশুনানির আদেশ আসে। আপিলের রায়ে দণ্ড বহাল থাকায় মায়া আর সাংসদ বা মন্ত্রী পদে থাকতে পারেন কি-না, তা নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি