মতলবে মিথ্যা মামলা করায় সংবাদ সম্মেলন

হত্যা মামলাকে প্রভাবিত করার জন্য বাদীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মতলব পৌরসভাস্থ এনএএম টাওয়ারের জেএফসি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ‘গত ১৮ মে মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মৃত দিলু মাঝির ছোট ছেলে আনোয়ার হোসেনকে মারাত্মকভাবে জখম করা হয়। আহত আনোয়ার হোসেন ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। আর এই ঘটনায় নিহতের বড় ভাই মুক্তার মাঝি বাদী হয়ে এলাকার সফিউদ্দিন প্রধানের ছেলে সুমন ও কামরুলকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করলেও ওই আসামিরা সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিন নেন।’

সংবাদ সম্মেলনে নিহত আনোয়ার হোসেন মাঝির ভাতিজা আল আমিন বলেন, ‘হত্যার মামলাটি পরিচালনার জন্য আমি আমার চাচা মুক্তার মাঝিকে সহযোগিতা করে আসছি। আর এই কারনেই হত্যা মামলার প্রধান আসামি সুমনের স্ত্রী মিথ্যা অভিযোগ এনে আমাকে প্রধান আসামি করে আরো কয়েকজনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা দিয়েছে। হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে এসে আমার বিরুদ্ধে মামলা এবং এলাকা ছাড়ার হুমকি প্রদর্শন করছে।’

আল আমিন আরো জানান, হরতা মামলার আসামিরা আমাদের বিরুদ্ধে যে ঘটনা এবং সময় উল্লেখ করে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে কারণ ওই ঘটনার সময়ে আমরা গুরুতর অসুস্থ আনোয়ার হোসেন মাঝির যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই অবস্থান করছিলাম। মূলত হত্যার মামলা পরিচালনায় ব্যাঘাত ঘটানো জন্যই আসামিরা মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার বাদী মুক্তার হোসেন মাঝি বলেন, আমার ছোট ভাইকে যারা হত্যা করেছে তারা আজ জামিনে এসে এলাকায় ভীতি প্রদর্শন করছে। প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যে, এই আসামিদের জামিন বাতিল করে তাদেরকে আইনের আওতায় আনা হউক।

স্টাফ করেসপন্ডেট

Share