Home / চাঁদপুর / চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তর ২২ মামলায় ৩৬ হাজার টাকা আদায়
শিক্ষাপ্রতিষ্ঠান-

চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তর ২২ মামলায় ৩৬ হাজার টাকা আদায়

চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে অভিযান পরিচালনা করে । এতে ৫টি অভিযানে ২২টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে।

সদর মডেল থানা ও স্ব স্ব থানার পুলিশ বিভাগের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন ১৬ আগস্ট দুপুরে এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুর শহর ও পৌরসভায়,ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে অভিযান পরিচালনা করা হয় । বিভিন্ন পণ্যের মান ও মূল্য যাচাই পূর্বক মনিটরিং করা হয় বলে উপ-পরিচালক নূর হোসেন জানান্ ।

তিনি আরো বলেন,‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।’

আবদুল গনি , ১৬ আগস্ট ২০২১