মামলা প্রত্যাহার দাবি মালয়েশিয়া বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে মালয়েশিয়া বিএনপি। রোববার স্থানীয় একটি হোটেলে মালয়েশিয়ার মালাক্কা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। তিনি রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরিয়ে না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাদলুর রহমান বলেন, ‘জিয়াউর রহমান বেঁচে আছেন মানুষের মণিকোঠায়। বর্তমান সরকার জিয়া পরিবারের ওপর অনেক অত্যাচার ও নির্যাতন করেছে। জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে সরকারের পরিণাম ভালো হবে না।’

মোহাম্মদ খায়রুল ও জাহাঙ্গীর আলম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি মোহাম্মদ সাখায়াত হোসেন, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, জহুর বারুর বিএনপি নেতা এম জে আলমসহ অন্যরা।

বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া করেসপন্ডেন্ট

আপডেট: ০৯:৪৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

ডিএইচ

Share