জাতীয়

২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রোববার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।

তিনি জানান, বিভিন্ন কারণে হাইকোর্ট বিভাগের পুরাতন মামলাগুলো শুনানির উদ্যোগ নেয় না কেউ। অনেক সময় বাদী-বিবাদীরাও আগ্রহ হারিয়ে ফেলে। তাই ২০১০ সালের আগের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সাব্বির আরও ফয়েজ জানান, এ নির্দেশ অনুসারে রোববার (৩০ অক্টোবর) বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে।

পর্যায়ক্রমে সব মামলা কার্যতালিকায় উঠবে, জানান তিনি। (বাংলানিউজ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ৩০ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Share