লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা কৃষকদল নেতা সজিব হত্যার প্রতিবাদে চাঁদপুরে শোক র্যালি করেছে জেলা বিএনপি।
২০ জুলাই বৃহস্পতিবার বিকেলে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ন। কিন্তু আওয়ামী লীগ আমরা যখন কর্মসূচি দেই তারাও কর্মসূচি দেয়। তারা ভাবে তাদের কর্মসূচিতে বিএনপির সমপরিমান লোক হবে। কিন্তু তাদের কর্মসূচিতে লোক হয়না। তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে। আমাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিচ্ছে। কিন্তু তাদের বলতে চাই মামলা দিয়ে শহীদ জিয়ার সৈনিকদের ধমিয়ে রাখা যাবে না।
পরে র্যালিটি চিত্রলেখা থেকে শুরু হয়ে অঙ্গীকার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে দলীয় নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
এসময় উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২০ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur