Home / চাঁদপুর / চাঁদপুরে নারায়ন হত্যা মামলায় দু-একদিনের মধ্যে গ্রেফতার হচ্ছে মূল আসামি
মামলায়

চাঁদপুরে নারায়ন হত্যা মামলায় দু-একদিনের মধ্যে গ্রেফতার হচ্ছে মূল আসামি

চাঁদপুর শহরের মিস্টান্ন ও দধি ব্যবসায়ী নিহত নারায়ণ ঘোষ কে হত্যার ঘটনায় দুই-একদিনের মধ্যে মূল আসামি আটক হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন।

তিনি জানান, জেলা পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশা করছি আগামী দুই একদিনের মধ্যে আমরা মূল আসামিকে আটক করতে সক্ষম হবো।

আরও পড়ুন… প্রধান আসামি রাজু শিল আমাকে জিজ্ঞেস করেছিল বাবাকে পেয়েছি কিনা

প্রসঙ্গত,গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের বিপনীবাগ বাজারের পৌর মাকের্টের পাশে পাবলিক টয়লেটের পরিত্যাক্ত স্থানে বস্তাবন্দি করে মিষ্টান্ন ও দধি ব্যবসায়ী নিহত নারায়ণ ঘোষ কে হত্যা করে ফেলে রাখা হয়।

নিহতের ছোট ছেলে রাজীব ঘোষ (রাজু) বাদী হয়ে টিপটপ সেলুন কর্মচারী রাজু কে প্রধান আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ৩০, তাং – ১৬/৯/২০২১। এ মামলায় অজ্ঞাতনামা কয়েকজনের নাম রয়েছে।

মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এন্ড অপারেশন মোঃ এনামুল হক।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৯ সেপ্টেম্বর ২০২১