চাঁদপুরে জেলা প্রশাসনের নির্দেশে ২৫ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্য়ন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি লঙ্ঘন,সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩৩ মামলায় ১৮ হাজার ৩শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম এর পেইজ থেকে ২৬ জুলাই সকারে এ তথ্য জানানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়। মোবাইল কোর্টটি পরিচালিত হয়েছে চাঁদপুর সদরের পালবাজার,চেয়ারম্যানঘাট, বাসস্ট্যান্ড ও ওয়্যারল্যাস এলাকায়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যবৃন্দ।
আবদুল গনি ,২৬ জুলাই ২০২১