চাঁদপুরে করোনার সংক্রমণ রোধে সরাকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
প্রতিদিনের ন্যায় ৭ মে শুক্রবার জেলার সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তা, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এতে সর্বমোট ১টি মোবাইল কোর্টে ৯টি মামলায় বিভিন্নজনকে ২হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রাবার ভ্রাম্যমাণ আদালতে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ৮ টি মামলায় ৮ জন ব্যক্তিকে মোট ২হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয় এবং বাজার মনিটরিং করা হয়।
উপজেলা ভিত্তিক তথ্য :নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল হোসেন জায়েদ ৮ মামলায় ২৪শ’ টাকা -এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এ ১ মামলায় ৩শ’ টাকা জরিমানা করেন।
শুক্রবার জেলায় আজ সর্বমোট ১ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে এবং সর্বমোট ৯ টি মামলায় শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৭ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur