চাঁদপুর

মামলার হাজিরা দিতে গিয়ে বাড়ি ফিরেনি কচুয়ার কৃষক আ. সালাম

চাঁদপুর আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে টানা ১০দিনেও বাড়ি ফিরেনি কচুয়া উপজেলার যুগীচাপর গ্রামের সিরাজ মিয়ার ছেলে কৃষক আব্দুস ছালাম (৫০)।

নিখোঁজ আব্দুস ছালামের স্ত্রী শানু বেগম জানান, পাশ্ববর্তী তেগুরিয়া গ্রামের গাজী বাড়ির সৈয়দ আলীর ছেলে কবির হোসেনের সাথে সম্পত্তি সংক্রান্ত মামলার বিবাদী ছিল আব্দুস ছালাম। চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলার হাজিরা দিতে গত ৭ মে বাড়ি থেকে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি সে।

এ বিষয়ে আব্দুস ছালামের স্ত্রী শানু বেগম চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারের শরানাপন্ন হয়ে চাঁদপুর সদর থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। শানু বেগমের ৭ ছেলে তিন মেয়ের মধ্যে ৩জন প্রতিবন্ধি। তার অসহায় সন্তানদের নিয়ে স্বামীর খোঁজে শানু বেগম বর্তমানে দুশ্চিন্তায় ও চরম উদ্ধিগ্ন রয়েছেন।

এ ঘটনায় কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নুরুল আলম নিখোঁজ কৃষক ছালামের গ্রামের বাড়ির এলাকা পরিদর্শন করেছেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু

Share