Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মামলার আসামির বাবা বহরী স্কুলের সভাপতি হতে চাচ্ছেন, এলাকায় গুঞ্জন
মামলার

মামলার আসামির বাবা বহরী স্কুলের সভাপতি হতে চাচ্ছেন, এলাকায় গুঞ্জন

চাঁদপুরের মতরব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামীর পিতা ওই বিদ্যালয়ের সভাপতি হতে চাচ্ছেন। এ নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তিনি হলেন বহরী গ্রামের খোরশেদ আলম খান। বর্তমানে ১৬৭ নং বহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তিনি।

এলাকাবাসীর অভিযোগ যিনি সভাপতি হতে চাচ্ছেন তার ছেলে আকাশ খান। বহরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তারকে বিদ্যালয় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।

বৃষ্টি আক্তার ছেলের বাবা ও অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকদের নিকট অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে গত ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর আত্মহত্যা করতে বাধ্য হয় বৃষ্টি আক্তার।

এ ঘটনায় বৃষ্টি আক্তার এর মা রোকেয়া আক্তার বাদী হয়ে আকাশ খানকে প্রধান আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মতলব দক্ষিণ থানা পুলিশ আকাশ খানকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। কয়েক মাস জেলে থাকার পর জামিনে বেরিয়ে বৃষ্টি আক্তার এর পরিবারকে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

জানা গেছে ওই ঘাতক ছেলের পিতা খোরশেদ আলম খান বহরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হতে চাচ্ছেন।।বহরী উচ্চ বিদ্যালয়ের

ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ এ ধরনের দুষ্কৃতকারী ব্যক্তির পিতা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে না পারে সেদিকে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ ডিসেম্বর ২০২১