বাগাদী সপ্রাবিতে সমাপনি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

চাঁদপুর সদর উপজেলার বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনি পরিক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর দুইটায় অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গির খানের সভা প্রধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা মাহফুজ উল্যাহ খান ইউসূফী, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগি সদস্য আলহাজ্ব ফারুক আহমেদ কাকন গাজী।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী।

কোরাআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জহির হোসেন বাবু, সহকারী শিক্ষক নেছার আহমেদ প্রমূখ। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করেন অতিথিবৃন্দ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৯ : ০৩ পিএম, ১৬ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ